মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে পুরান ঢাকার সূত্রাপুর থেকে নাজির হোসেনকে এবং গাজীপুর থেকে কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। গতকাল র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, নাজির হোসেন ও কামরুজ্জামান দীর্ঘদিন ধরে সেনাবাহিনীতে মেস ওয়েটার ও সৈনিক পদে চাকরি দেওয়ার কথা বলে সাধারণ মানুষকে ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা আত্মসাৎ করে আসছিল। ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দুজন বন্ধু। নাজির একটি হাসপাতালের ওয়ার্ড বয়। সে কৌশলে চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। আর কামরুজ্জামান নিজেকে সেনাবাহিনীর ‘ঊর্ধ্বতন কর্মকর্তা’ হিসেবে পরিচয় দিত। সে চাকরিপ্রত্যাশীদের বলত এর আগে অনেককে চাকরি দিয়েছি। তারা চাকরিপ্রত্যাশীদের সঙ্গে ৫ লাখ টাকার চুক্তি করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ও আবেদনপত্র নিত। এক পর্যায়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে যোগাযোগ বন্ধ করে দিত। এভাবে চক্রটি বিভিন্নজনের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাদের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করা হয়েছে বলে জানান বীণা রানী দাস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর