মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
রংপুরে শব্দের সর্বোচ্চ তীব্রতা ১৩০ ডেসিবল

রমেক হাসপাতালকে নীরব এলাকা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে নীরব এলাকা ঘোষণা করেছে পরিবেশ অধিদফতর। এ ছাড়া রংপুরে নির্মাণ কাজের ফলে ভয়াবহ শব্দ দূষণ হচ্ছে। গতকাল বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমম্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় রংপুরে সাংবাদিকদের নিয়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানানো হয়। কর্মশালায় বলায় হয়, জরিপে উঠে এসেছে রংপুরে সর্বনিম্ন ৪৬ ডেসিবল ও সর্বোচ্চ  ১৩০ ডেসিবল শব্দের মাত্রা পাওয়া গেছে। অথচ ২০ ডেসিবল মাত্রায় মানুষ শুনতে পান। কর্মশালায় শব্দদূষণ প্রতিরোধে বিভিন্ন কর্মপন্থা নির্ধারণ করা হয়।

পরিবেশ অধিদফতরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ও প্রকল্প পরিচালক ও (যুগ্ম সচিব)  মো.  হুমায়ুন কবীর, রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরুজুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ (ইএনটি) সহযোগী অধ্যাপক ডা. আহসানুল হাবীব লেনিন, রংপুর প্রেস ক্লাব সভাপতি মাহবুব রহমানসহ  নেতারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর