সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

শহীদ ময়েজউদ্দিনের মতো আদর্শ নেতা প্রয়োজন : পাটমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, গণতন্ত্রে ধারাবাহিকতা ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শহীদ ময়েজউদ্দিন ও শহীদ আহসান উল্লাহ মাস্টার গাজীপুরের গণমানুষের নেতা। তাঁদের গৌরবোজ্জ্বল অবদান রয়েছে। তাদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শহীদ ময়েজউদ্দিনের মতো আদর্শ নেতা প্রয়োজন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্রে ধারাবাহিকতা ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জনপ্রতিনিধি ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের কন্যা ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া, তাঁতী লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবিন হোসেন, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আল-মামুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আতাউর রহমান।

মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ভূঁইয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর