মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ঢাবির মেডিকেল সেন্টারে করোনা টিকা প্রদান শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা কেন্দ্র শহীদ বুদ্ধিজীবী ডা. মুহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারে স্থাপিত অস্থায়ী ক্যাম্পে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ক্যাম্পের উদ্বোধন করেন। ক্যাম্পে ‘অন স্পট রেজিস্ট্রেশনে’র মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা করোনার টিকা সিনোফার্ম (ভেরোসেল) নিতে পারবেন। প্রথম পর্যায়ে টিকা কার্যক্রম চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। আর ১ নভেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে। টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক  ড. মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার, শহীদ ডা. মুহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারে করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করেছি।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভুঁইয়া, মেডিকেল সেন্টারের পরিচালক ডা. সারওয়ার জাহান মুক্তাফীসহ আরও অনেকে।

সর্বশেষ খবর