সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে সংক্রমণের হার কমছে করোনায় মৃত্যুশূন্য বরিশাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও বরিশাল

চট্টগ্রামে করোনা সংক্রমণের হার কমে আসছে। গত শনিবার ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা সংক্রমণের হার ছিল ০.৬৩ শতাংশ। এর আগে গত ১২ অক্টোবর এ হার ছিল ১.৫৩ শতাংশ। সংক্রমণের হার প্রতিদিনই কমছে।

অন্যদিকে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যায়নি। গতকাল সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৬ জন রোগী।

চট্টগ্রাম : গত শনিবার চট্টগ্রাম করোনায় মৃত্যুহীন দিন পার করেছে এবং শনিবার নতুন করে আক্রান্ত হন ১০জন। একই সময়ে চট্টগ্রামের ১৪টি উপজেলার কোথাও করোনায় আক্রান্ত শনাক্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজসহ চট্টগ্রামের  ১৪টি করোনা পরীক্ষাকেন্দ্রে এক হাজার ৫৮৬ জনের করোনা পরীক্ষা করা হয়। জানা যায়, বৈশি^ক মহামারী করোনা সংক্রমণ রোধে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমের সুফল ক্রমান্বয়ে পাওয়া যাচ্ছে। করোনা সংক্রমণ মোকাবিলায় সরকার টিকা প্রদানের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে।

বরিশাল : শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যায়নি। গতকাল সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৬ জন রোগী।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে কারিগরি ত্রুটির কারণে নমুনা পরীক্ষার কোনো রিপোর্ট গত শনিবার রাতে প্রকাশিত হয়নি।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত শনিবার ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৫ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ২ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগীর মৃত্যু হয়নি। এর আগে গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় ২ জন রোগীর মৃত্যু হয়। এর আগের ৭২ ঘণ্টায় (৩ দিন) চিকিৎসাধীন কোনো রোগী মারা যায়নি করোনা ওয়ার্ডে। গতকাল রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৬ জন রোগী।

গত বছরের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ৩২০ জন রোগী সেখানে ভর্তি হন। যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪১৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের কারিগরি ত্রুটির কারণে নমুনা পরীক্ষার কোনো রিপোর্ট গত শনিবার রাতে প্রকাশিত হয়নি বলে জানিয়েছেন পারিচালক কার্যালয়ের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া স্বপন।

সর্বশেষ খবর