শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মন্ডপে হামলার উসকানি দিয়ে গ্রেফতার মাওলানা আবদুর রহিম বিপ্লবী

নিজস্ব প্রতিবেদক

পূজামন্ডপে হামলায় উসকানি দেওয়ার অভিযোগে মাওলানা আবদুর রহিম বিপ্লবীকে গ্রেফতার করেছে সিআইডি। গতকাল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদারের তত্ত্বাবধানে সাইবার মনিটরিং সেলের একটি টিম মাওলানা আবদুর রহিম বিপ্লবীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা হয়েছে। সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান জানান, ১৩ অক্টোবর আবদুর রহিম একটি ওয়াজ মাহফিলে বক্তব্যে উসকানিমূলকভাবে বলেছিলেন, মূর্তির পায়ে যারা কোরআন শরিফ রেখেছে তাদের গ্রেফতার না করলে ১৫ অক্টোবর জুমার নামাজ শেষে বাংলাদেশের প্রতিটি মসজিদ থেকে আন্দোলন গড়ে তোলা হবে এবং বাংলাদেশে একটি পূজামন্ডপও রাখব না। তিনি কুমিল্লার পূজাকে কেন্দ্র করে চাঁদপুরে নিহতের ঘটনায় পুলিশকে দায়ী করেন।

এবং দোষী করে অপমানজনক, তুচ্ছতাচ্ছিল্য, অবজ্ঞা এবং উগ্র বক্তব্য প্রচার করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর