মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

নোয়াখালীর সাংবাদিক মুজাক্কির হত্যায় মালেকের জামিন স্থগিতই থাকছে

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাটে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলার আসামি আব্দুল মালেককে হাই কোর্টের  দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ চেম্বার আদালতের স্থগিতাদেশ বহাল রাখে। এর ফলে এ আসামির জামিন স্থগিতই থাকবে। জানা যায়, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বক্তব্যের প্রতিবাদে মিছিল বের করলে কাদের মির্জা ও বাদল গ্রুপের সংঘর্ষের সময় বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হন। ঘটনার একদিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুরহান উদ্দিন মুজাক্কির।

এ ঘটনায় মুজাক্কিরের বাবা নুরুল হুদা মাস্টার বাদী হয়ে গত ২৩ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই। মামলাটির অন্যতম আসামি মালেক। এ মামলায় গত ২৯ আগস্ট হাই কোর্ট তিন আসামি ইউসুফ নবী ওরফে বাহাদুর, আব্দুল আমিন ও আজিজুল হক মানিককে তিন মাসের জন্য জামিন দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর