শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে মামলা

বিয়ের নামে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সদস্যের বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণার অভিযোগে আদালতে মামলা হয়েছে। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে মামলাটি হয়। অভিযুক্ত পুলিশ সদস্য তাওহিদুল ইসলাম বর্তমানে বায়েজিদ বোস্তামী থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুর রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে এক কলেজ শিক্ষার্থীকে ভুয়া হলফনামা বানিয়ে বিয়ে ও শারীরিক সম্পর্ক স্থাপন করে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগী তরুণী (১৮) নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। বাদীপক্ষের আইনজীবী রুবেল পাল বলেন, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে ও প্রতারণার মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে দন্ডবিধির ৪৯৩ ও ৪২০ ধারায় এসআই তাওহিদুল ইসলামের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়েছে।

আদালত মামলা গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছে।’

মামলার এজাহারে অভিযোগ করা হয়- ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ওই তরুণীর বাসায় গৃহশিক্ষক ছিলেন তাওহিদ। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তরুণীকে চট্টগ্রাম আদালত এলাকায় নিয়ে নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামা সম্পাদন করেন তাওহিদ। বিয়ের যৌথ হলফনামা সম্পাদনের পর স্বামী-স্ত্রীর সম্পর্কের বিশ্বাস তৈরি করে ২০১৮ সালের ১ অক্টোবর থেকে বিভিন্ন সময় অভিযোগকারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন তাওহিদ। একপর্যায়ে তাওহিদ পুলিশের এসআই পদে চাকরি পান। ২০২০ সালের ৩০ এপ্রিল সারদা পুলিশ একাডেমিতে বহিরাগত ক্যাডেট এসআইয়ের প্রশিক্ষণে যাওয়ার আগ পর্যন্ত তারা স্বামী-স্ত্রী হিসেবে চলাফেরা করেন। সারদায় প্রশিক্ষণে যাওয়ার পর এক বছর তাদের মধ্যে মোবাইলে যোগাযোগ ছিল। কিন্তু ২০২১ সালের ৯ জুলাই প্রশিক্ষণ শেষে এসআই হিসেবে যোগদানের পর থেকে বিয়ের হলফনামা সম্পাদন থেকে শুরু করে সব সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর