মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সড়কে মানুষ হত্যার ‘বন্দোবস্ত’ দ্রুত বন্ধ করতে হবে : আ স ম রব

নিজস্ব প্রতিবেদক

সড়কে মানুষ হত্যার ‘বন্দোবস্ত’ দ্রুত বন্ধ করতে হবে : আ স ম রব

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব লাইসেন্সবিহীন ‘অপেশাদার চালক’ ও ‘ফিটনেসবিহীন’ গাড়ি  দিয়ে সড়কে মানুষ হত্যার ‘বন্দোবস্ত’ দ্রুত বন্ধের দাবি জানিয়েছেন।  গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন অদক্ষ, অপেশাদার চালকের গাড়ি চালানো বন্ধ করতে পারলে শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের জীবন সুরক্ষা পেত। তিনি এ লক্ষ্যে ৬-দফা দাবি জানিয়েছেন। ৬ দফা দাবিনামায় রয়েছে, লাইসেন্সবিহীন চালকদের গাড়ি চালানো অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানো বন্ধ করতে নিয়মিত পুলিশ চেকিংয়ের ব্যবস্থা করতে হবে। রাস্তায় গাড়িচালকদের মধ্যে অনিয়ন্ত্রিত প্রতিযোগিতা চিরতরে বন্ধ করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে যথেষ্ট সংখ্যক ড্রাইভারের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। যথেষ্ট সংখ্যক ফুটওভার ব্রিজ নির্মাণ করে যত্রতত্র ক্রসিং বন্ধ করতে হবে এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় সরকারকে উদাসীনতা, নির্বিকারিত্ব ও অমনোযোগিতা পরিহার করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর