প্রায় ৫ লাখ টন এমওপি সার আমদানিসহ ১৩টি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৮ হাজার ২৬৯ কোটি ৫ লাখ টাকা। গতকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, সভায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক এমওপি সার আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ‘কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন’ থেকে ২ লাখ ১০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানিতে ১ হাজার ৪৪১ কোটি ৪৪ লাখ আর রাশিয়ার ‘জেএসসি ফরেন ইকোনমিক অ্যাসোসিয়েশন’ (প্রোডিনট্রগ) থেকে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৮৫৩ কোটি ২৮ লাখ টাকা। তিনি জানান, বৈঠকে খাদ্য অধিদফতর কর্তৃক ‘মডার্র্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিজি প্রজেক্ট (এমএফএসপি)’ প্রকল্পের দুটি প্যাকেজের (নম্বর ডব্লিউ-২৪ ও ২৫) আওতায় চট্টগ্রামে ও খুলনায় গমের দুটি স্টিল সাইলো নির্মাণের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে চট্টগ্রামে ১ লাখ ১৪ হাজার ৩০০ মেট্রিক টন ধারণক্ষমতার সাইলো নির্মাণে ব্যয় হবে ৫৩৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার টাকা। যৌথভাবে এ কাজটি করবে ‘কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড’ ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘দি জিএসআই গ্রুপ এলএলসি’। অন্যদিকে খুলনায় ৭৬ হাজার ২০০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন সাইলো নির্মাণে ব্যয় হবে ৩৫৫ কোটি ৯১ লাখ ৭ হাজার টাকা। যৌথভাবে এ কাজটি করবে ‘ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড’ ও তুরস্কের ‘আলটান্টাস’। অর্থমন্ত্রী জানান, বৈঠকে রাজশাহী ওয়াসা কর্তৃক ‘রাজশাহী ওয়াসা ভূ-উপরিস্থিত পানি শোধনাগার’ প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ কাজে যৌথ পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে বুয়েটের বিআরটিসি ও ‘এসএমইসি ইন্টারন্যাশনাল পিপিওয়াই লিমিটেড’। এতে ব্যয় হবে ৬৫ কোটি ১৬ লাখ টাকা।
শিরোনাম
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক