প্রায় ৫ লাখ টন এমওপি সার আমদানিসহ ১৩টি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৮ হাজার ২৬৯ কোটি ৫ লাখ টাকা। গতকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, সভায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক এমওপি সার আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ‘কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন’ থেকে ২ লাখ ১০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানিতে ১ হাজার ৪৪১ কোটি ৪৪ লাখ আর রাশিয়ার ‘জেএসসি ফরেন ইকোনমিক অ্যাসোসিয়েশন’ (প্রোডিনট্রগ) থেকে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৮৫৩ কোটি ২৮ লাখ টাকা। তিনি জানান, বৈঠকে খাদ্য অধিদফতর কর্তৃক ‘মডার্র্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিজি প্রজেক্ট (এমএফএসপি)’ প্রকল্পের দুটি প্যাকেজের (নম্বর ডব্লিউ-২৪ ও ২৫) আওতায় চট্টগ্রামে ও খুলনায় গমের দুটি স্টিল সাইলো নির্মাণের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে চট্টগ্রামে ১ লাখ ১৪ হাজার ৩০০ মেট্রিক টন ধারণক্ষমতার সাইলো নির্মাণে ব্যয় হবে ৫৩৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার টাকা। যৌথভাবে এ কাজটি করবে ‘কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড’ ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘দি জিএসআই গ্রুপ এলএলসি’। অন্যদিকে খুলনায় ৭৬ হাজার ২০০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন সাইলো নির্মাণে ব্যয় হবে ৩৫৫ কোটি ৯১ লাখ ৭ হাজার টাকা। যৌথভাবে এ কাজটি করবে ‘ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড’ ও তুরস্কের ‘আলটান্টাস’। অর্থমন্ত্রী জানান, বৈঠকে রাজশাহী ওয়াসা কর্তৃক ‘রাজশাহী ওয়াসা ভূ-উপরিস্থিত পানি শোধনাগার’ প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ কাজে যৌথ পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে বুয়েটের বিআরটিসি ও ‘এসএমইসি ইন্টারন্যাশনাল পিপিওয়াই লিমিটেড’। এতে ব্যয় হবে ৬৫ কোটি ১৬ লাখ টাকা।
শিরোনাম
- জামায়াত-এনসিপিসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
৮২৬৯ কোটি টাকার ১৩ প্রস্তাব অনুমোদন
মন্ত্রিসভা কমিটির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর