প্রায় ৫ লাখ টন এমওপি সার আমদানিসহ ১৩টি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৮ হাজার ২৬৯ কোটি ৫ লাখ টাকা। গতকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, সভায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক এমওপি সার আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ‘কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন’ থেকে ২ লাখ ১০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানিতে ১ হাজার ৪৪১ কোটি ৪৪ লাখ আর রাশিয়ার ‘জেএসসি ফরেন ইকোনমিক অ্যাসোসিয়েশন’ (প্রোডিনট্রগ) থেকে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৮৫৩ কোটি ২৮ লাখ টাকা। তিনি জানান, বৈঠকে খাদ্য অধিদফতর কর্তৃক ‘মডার্র্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিজি প্রজেক্ট (এমএফএসপি)’ প্রকল্পের দুটি প্যাকেজের (নম্বর ডব্লিউ-২৪ ও ২৫) আওতায় চট্টগ্রামে ও খুলনায় গমের দুটি স্টিল সাইলো নির্মাণের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে চট্টগ্রামে ১ লাখ ১৪ হাজার ৩০০ মেট্রিক টন ধারণক্ষমতার সাইলো নির্মাণে ব্যয় হবে ৫৩৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার টাকা। যৌথভাবে এ কাজটি করবে ‘কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড’ ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘দি জিএসআই গ্রুপ এলএলসি’। অন্যদিকে খুলনায় ৭৬ হাজার ২০০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন সাইলো নির্মাণে ব্যয় হবে ৩৫৫ কোটি ৯১ লাখ ৭ হাজার টাকা। যৌথভাবে এ কাজটি করবে ‘ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড’ ও তুরস্কের ‘আলটান্টাস’। অর্থমন্ত্রী জানান, বৈঠকে রাজশাহী ওয়াসা কর্তৃক ‘রাজশাহী ওয়াসা ভূ-উপরিস্থিত পানি শোধনাগার’ প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ কাজে যৌথ পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে বুয়েটের বিআরটিসি ও ‘এসএমইসি ইন্টারন্যাশনাল পিপিওয়াই লিমিটেড’। এতে ব্যয় হবে ৬৫ কোটি ১৬ লাখ টাকা।
শিরোনাম
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
৮২৬৯ কোটি টাকার ১৩ প্রস্তাব অনুমোদন
মন্ত্রিসভা কমিটির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর