রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সাংবাদিক মানিক সাহা হত্যার পুনর্বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা প্রেস ক্লাবে সাবেক সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক সাহার ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এসময় মামলা পুনর্বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা। গতকাল খুলনা প্রেস ক্লাবের শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন ও নিহতের পরিবারের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। এছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সিপিবি নানা কর্মসূচি পালন করে। জানা যায়, ২০০৪ সালের ১৫ জানুয়ারি চরমপন্থিদের বোমা হামলায় মানিক সাহা নিহত হন। ২০১৬ সালে হত্যা মামলায় নয়জনকে যাবজ্জীবন সাজা দেন খুলনার দ্রুত বিচার আদালত। তবে মামলার তদন্তে দুর্বলতার কারণে মূল আসামিদের শাস্তি দেওয়া যায়নি জানিয়ে পুনঃবিচারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা।

স্মরণসভায় বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, ক্লাবের সহসভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ ও জাহিদুল ইসলাম, এস এম কামাল হোসেন, মো. শাহ আলম, আসাদুজ্জামান খান রিয়াজ, মাকসুদুর রহমান, কৌশিক দে, মাহবুবুর রহমান মুন্না। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক সংবাদ ও নিউএজ পত্রিকার খুলনার জ্যেষ্ঠ প্রতিবেদক, ইটিভি প্রতিনিধি ও বিবিসি বাংলার খন্ডকালীন সংবাদদাতা ছিলেন।

সর্বশেষ খবর