শনিবার, ২২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বরিশালে স্ত্রী হত্যায় গ্রেফতার স্বামীসহ তিনজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় রাশিদা বেগম নামে এক গৃহবধূকে হাতুড়িপেটা এবং কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের ভাই আলামিন শাহ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এই মামলা করেন। মামলায় নিহতের স্বামী তামিম শেখ (৪২), তার সহযোগী মো. রুবেল দারিয়া (৩৮) ও মো. জুলাহাসকে (৫০) আসামি করা হয়েছে। এই ৩ জনকে গ্রেফতার করে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি মাহেন্দ্র আলফা এবং হাতুড়িসহ অন্যান্য সরঞ্জাম। গতকাল সকালে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার স্ত্রী রাশিদাকে নিয়ে গোপালগঞ্জের একটি হোটেলে অবস্থান করে তামিম শেখ। রাতে রাশিদাকে নিয়ে মাহেন্দ্রযোগে আগৈলঝাড়ায় যাওয়ার পথে বাইপাস রোড এলাকায় হাতুড়িপেটা করে এবং কুপিয়ে হত্যা করে তার স্বামী ও সহযোগীরা। রাশিদার ১০ মাস বয়সের শিশু ছেলেকে শীতের মধ্যে খোলা জায়গায় রেখে পালিয়ে যায় তারা। পুলিশ রাতেই রাশিদার লাশ এবং শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় রাশিদার স্বামী তামিম শেখকে বৃহস্পতিবার ভোরে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়িসহ অন্য সরঞ্জাম উদ্ধার এবং তামিমের অপর দুই সহযোগীকে পুলিশ গ্রেফতার করে। ৩ জনই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এদিকে বৃহস্পতিবার বিকালে বরিশাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় ও আগৈলঝাড়ার নিজ গ্রামে দাফন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর