বরিশালের আগৈলঝাড়া উপজেলায় রাশিদা বেগম নামে এক গৃহবধূকে হাতুড়িপেটা এবং কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের ভাই আলামিন শাহ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এই মামলা করেন। মামলায় নিহতের স্বামী তামিম শেখ (৪২), তার সহযোগী মো. রুবেল দারিয়া (৩৮) ও মো. জুলাহাসকে (৫০) আসামি করা হয়েছে। এই ৩ জনকে গ্রেফতার করে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি মাহেন্দ্র আলফা এবং হাতুড়িসহ অন্যান্য সরঞ্জাম। গতকাল সকালে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার স্ত্রী রাশিদাকে নিয়ে গোপালগঞ্জের একটি হোটেলে অবস্থান করে তামিম শেখ। রাতে রাশিদাকে নিয়ে মাহেন্দ্রযোগে আগৈলঝাড়ায় যাওয়ার পথে বাইপাস রোড এলাকায় হাতুড়িপেটা করে এবং কুপিয়ে হত্যা করে তার স্বামী ও সহযোগীরা। রাশিদার ১০ মাস বয়সের শিশু ছেলেকে শীতের মধ্যে খোলা জায়গায় রেখে পালিয়ে যায় তারা। পুলিশ রাতেই রাশিদার লাশ এবং শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় রাশিদার স্বামী তামিম শেখকে বৃহস্পতিবার ভোরে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়িসহ অন্য সরঞ্জাম উদ্ধার এবং তামিমের অপর দুই সহযোগীকে পুলিশ গ্রেফতার করে। ৩ জনই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এদিকে বৃহস্পতিবার বিকালে বরিশাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় ও আগৈলঝাড়ার নিজ গ্রামে দাফন করা হয়।
শিরোনাম
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত ইসির
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
বরিশালে স্ত্রী হত্যায় গ্রেফতার স্বামীসহ তিনজন কারাগারে
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর