শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
সংসদে আলোচনা সমাপ্ত, ধন্যবাদ প্রস্তাব গৃহীত

বিএনপি ষড়যন্ত্র করছে : সরকারি দল, সুষ্ঠু নির্বাচনে সংলাপ চাই : বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন সরকারদলীয় সংসদ সদস্যরা। তারা বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। অন্যদিকে বিনা ভোটে ক্ষমতায় থাকার আকাক্সক্ষা ত্যাগ করে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপ শুরুর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানায় বিএনপি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে গতকালের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যরা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। দীর্ঘ বক্তৃতা শেষে তিনি ধন্যবাদ প্রস্তাবটি গ্রহণের আহ্বান জানান। এরপর প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। এ সময় টেবিল চাপড়ে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান এমপিরা। রাষ্ট্রপতি ১৬ জানুয়ারি সংসদ অধিবেশনের প্রথম দিনে ভাষণ দেন এবং পরদিন সেই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হয়। ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও জিয়াউর রহমান যাদের নিয়ে দল গঠন করেছিলেন তারা এখনো বাংলাদেশকে মেনে নিতে পারেনি। বিএনপি সাংবিধানিক গণতন্ত্র চায় না। তাদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা, গণতন্ত্রকে ব্যাহত করা। বিএনপি আজ পরাজিত বিদেশি শক্তিকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশ একটি প্রযুক্তিনির্ভর উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অল্প সময়ের মধ্যে বাংলাদেশের এ উন্নয়ন বিশ্বের অনেক দেশের কাছে অনুকরণীয় হচ্ছে। চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, নির্দিষ্ট সময়ের আগেই দেশ বিশ্বে উন্নত দেশের তালিকায় যুক্ত হবে। বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা বিএনপির সংসদ সদস্যদের বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, তারা সকালে এক কথা, বিকালে আরেক কথা বলেন। সকালে সর্বসম্মতভাবে বিল পাস হলো, আর এখন বিলের বিরুদ্ধে বলছেন। তারা সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, বিএনপি নেতাদের মুখে মানবাধিকারের কথা মানায় না। আগে আমরা শুনতাম সোভিয়েত ইউনিয়নে বৃষ্টি হলে এ দেশের কমিউনিস্টরা ছাতা ধরত। এখন আমেরিকায় বৃষ্টি হলে বিএনপি দেশে ছাতা তুলতে দেরি করতে রাজি নয়। জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, র‌্যাব যদি এক দিন বলে যে রাতে আমরা বের হব না, র‌্যাব ক্যাম্পে থাকবে, নামাজ-রোজা করবে তাহলে ওই দিন এই দেশ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হবে। বিএনপির হারুনুর রশীদ সব দলের অংশগ্রহণে ‘নিরপেক্ষ ও সুষ্ঠু’ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সংলাপ শুরুর অনুরোধ করেন। তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীকে বলব আগামী জাতীয় নির্বাচনের আগে আপনাকে আলোচনার টেবিলের দ্বার উন্মুক্ত করতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আমাদের ওপর নিষেধাজ্ঞা আসছে। সরকারের উচিত এটা এড়িয়ে না গিয়ে এর থেকে পরিত্রাণের পথ বের করা।

সর্বশেষ খবর