শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

অতিথি পাখিতে মুখর রামরাই দিঘি

ঠাকুরগাঁও প্রতিনিধি

অতিথি পাখিতে মুখর রামরাই দিঘি

অতিথি পাখির আগমনে মুখরিত ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রামরাই দিঘি। পুরো দিঘির জলাশয় সেজেছে এক নতুন সাজে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা পাখি ও জলাশয়ের প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য দেখতে দর্শনার্থীদের ভিড়। প্রতি বছরের ন্যায় এ বছরও ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির সমাগম হয়েছে এখানে। পাখিদের কলকাকলিতে পুরো এলাকা মুখরিত। পাখিপ্রেমিকরা পাখিগুলোকে এক নজর দেখার জন্য ছুটে আসেন দূর-দূরান্ত থেকে। রামরাই রানীসাগর দিঘিতে প্রতিদিন ঝাঁকে ঝাঁকে আসছে অতিথি পাখির দল। পাখিদের মুহুর্মুহু কলতানে পুরো দিঘি যেন পাখির স্বর্গরাজ্য। সন্ধ্যা নামলেই দিঘিপাড়ের লিচু বাগানে আশ্রয় নেয় এসব পাখি। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় খাবারের সন্ধানে রামরাই দিঘিতে ভিড় জমায় এসব পাখি। স্থানীয়রা জানান, এখানে যে অতিথি পাখি আসছে তার নাম ছোটসরালি। শীতের শুরু থেকে অনেক মানুষ আসছেন অতিথি পাখি দেখার জন্য। আবার পাখি শিকারিরাও আসেন। আমরা তাদের বাধা দিই। কারণ অতিথি পাখিরা আমাদের দেশে আসে অতিথি হয়ে। সৈয়দপুর থেকে পাখি দেখতে আসা সেলিনা বেগম বলেন, শুনেছিলাম রানীসাগরে অনেক অতিথি পাখি আসে। তাই দেখতে এসেছি। এখানে এসে মনটা ভরে গেল।

 রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ জানান, রামরাই দিঘি এ উপজেলার জন্য একটি অহংকার, ছোটসরালি জাতের অতিথি পাখি রামরাই দিঘিতে শীত মৌসুমে আসে। অতিথি পাখির আবাসস্থলে কোনো সমস্যা যেন না হয় সে জন্য মেশিনের নৌকা চালানো নিষেধ করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর