শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

৫০ বছর পূর্তিতে জার্মান রাষ্ট্রদূতের অভিনন্দন

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ-জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার উভয় দেশকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল এক বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশ ও জার্মানির সফল সহযোগিতার ঠিক ৫০ বছরের জন্য অভিনন্দন! দুই দেশের মধ্যে চিত্তাকর্ষক উপায়ে আরও উন্নয়নের একজন বিশ্বস্ত অংশীদার হতে পেরে গর্বিত। আমি সক্রিয়ভাবে আমাদের অংশীদারিতে অবদান রাখতে পেরে খুশি।’ বাংলাদেশ-জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হলো ৪ ফেব্রুয়ারি। ১৯৭২ সালের এদিন জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ইউরোপের যেসব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়, জার্মানি তার অন্যতম। পরবর্তী পাঁচ দশকে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও বহুমুখী সম্পর্ক গড়ে উঠেছে। দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ এখন জার্মানির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার। ৫০ বছর ধরে জার্মানি উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। জার্মানি বাংলাদেশের দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্পে প্রায় ৩ বিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে।

বাংলাদেশের গতিশীল প্রবৃদ্ধির লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলা এ সহযোগিতার কেন্দ্রবিন্দু। বাংলাদেশ থেকে দ্বিতীয় বৃহত্তম পণ্য আমদানিকারক দেশ হিসেবে জার্মানি বাংলাদেশের ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদার। এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে জার্মানি।

সর্বশেষ খবর