শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

১৫ বছর কুকুরদের নিয়মিত খাওয়ান ঢাবির কর্মচারী

নাসিমুল হুদা, ঢাবি

প্রায় ১৫ বছর ধরে কমপক্ষে ৪০টি কুকুরকে নিয়মিত খাবার খাওয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিচ্ছন্নতা কর্মী সুদনচন্দ্র বর্মণ। মমতা পেয়ে হালকা পাতলা গড়নের এই মানুষটিকেও যেন আপন করে নিয়েছে অবলা পশুগুলো। অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া সুদনচন্দ্র ঢাবির জগন্নাথ হলে কাজ করছেন প্রায় ৩০ বছর ধরে। এর আগে কাজ করেছেন অ্যালুমিনিয়ামের কারখানায়। লেখাপড়া করতে পারেননি। ২০১৯ সালে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। কুকুরকে খাওয়ানোর প্রসঙ্গে তিনি বলেন, আমরা ক্ষুধা লাগলেই খেতে পারি। কিন্তু এই প্রাণীগুলোর সেই সুযোগ নেই। হলের দোকানে কেউ কিছু দিলে  খায়, নইলে না খেয়ে থাকে। এটা দেখে আমার মনে হয়েছিল, এই প্রাণীদের খাবারের ব্যবস্থা করা দরকার। নিজের সামর্থ্য নেই কুকুরগুলোকে খাওয়ানোর। হলের খাবার উচ্ছিষ্টই দেন তাদের। বললেন, উচ্ছিষ্টই খুব ভালো খায় কুকুর। তবে কেউ চাইলে রান্না করা খাবার দিতে পারেন।

সুদন বললেন, অনেক সময় ঝগড়া করে একটি কুকুর অন্যটিকে কামড়িয়ে শরীর ক্ষতবিক্ষত করে ফেলে। তখন নানা সংক্রামক রোগ দেখা দেয়। অনেক কুকুর মারাও যায়। তার স্বল্প সামর্থ্যে কুকুরের গায়ে শুধু জীবাণুনাশক দিতে পারেন। এর আগে, কিছু স্বেচ্ছাসেবী সংগঠন নিয়মিত আসতো। এখন তারাও আসে না। যদি চিকিৎসার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া যেত তাহলে কুকুরগুলো বেঁচে যেত।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর