রবিবার, ১ মে, ২০২২ ০০:০০ টা

কওমি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ পাসের হার ৭৩.৮৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড)-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৭৩.৮৮ শতাংশ। গতকাল বেলা ৩টায় রাজধানীর যাত্রাবাড়ীতে নিজস্ব কার্যালয়ে বেফাকের মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের বোর্ডের পক্ষ থেকে বেফাকের সভাপতি ও আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের হাতে ফলাফল তুলে দেওয়া হয়। এ বছর কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ২৫ হাজার ৬৩১ জন। মোট উত্তীর্ণ ১ লাখ ৬৬ হাজার ৬৯১ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের  মধ্যে মুমতায (স্টার মার্ক) ৩৩ হাজার ৪৩৩ জন, জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৩৭ হাজার ৬৬৫ জন, জায়্যিদ (দ্বিতীয় বিভাগ) ৪০ হাজার ৯০৭ জন, মাকবুল (তৃতীয় বিভাগ) ৫৪ হাজার ৬৮৩ জন। পরীক্ষার ফলাফল বোর্ডটির নিজস্ব ওয়েবসাইট www.wifaqresult.com-এ পিডিএফ আকারে www.wifaqbd.org এবং বেফাকের ভেরিফাইড ফেসবুক পেজে পাওয়া যাবে।

প্রসঙ্গত, গত ৯ থেকে ১৬ মার্চ পর্যন্ত সারা দেশে একযোগে মোট ১ হাজার ২৯৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর