বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২ ০০:০০ টা

হজ নিবন্ধনের সময় বাড়ল চার দিন

নিজস্ব প্রতিবেদক

সরকারি-বেসরকারি হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল আরও চার দিন। গতকাল ধর্ম মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ সালের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার নিবন্ধন কার্যক্রম আগামী ২২ মে (রবিবার) পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ জন্য আগামী শনিবার (২১ মে) হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা নিবন্ধনের অর্থ গ্রহণ করবে। মন্ত্রণালয়ের আগের ঘোষণা অনুযায়ী গতকালই ছিল নিবন্ধনের শেষ দিন। গত ১৬ মে সরকারি-বেসরকারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়েছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল, সরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে ২০২০ সালের নিবন্ধিত সব হজযাত্রী ও প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক নম্বর ২৫ হাজার ৯২৪ পর্যন্ত এ বছর হজের নিবন্ধনের আওতায় আসবেন। বেসরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে ২০২০ সালের সব নিবন্ধিত ব্যক্তি এবার নিবন্ধনের আওতায় আসবেন। নিবন্ধনের জন্য হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর