মঙ্গলবার, ২৪ মে, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

স্কুলছাত্র রাজিন হত্যায় ১৭ কিশোরের সাত বছর দণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা পাবলিক কলেজের স্কুল শাখার সপ্তম শ্রেণির ছাত্র ফাহমিদ তানভীর রাজিন হত্যায় ১৭ কিশোরকে সাত বছরের বিনাশ্রম কারাদ  দিয়েছেন আদালত। তবে সাজাপ্রাপ্তদের মধ্যে যাদের বর্তমান বয়স ১৮ বছরের নিচে তাদের সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ ও শিশু আদালতের বিচারক মো. আ. ছালাম খান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ আহমেদ তথ্য নিশ্চিত করেন। সাজাপ্রাপ্তরা হচ্ছেন- মঞ্জুরুল ইসলাম ওরফে সাব্বির হাওলাদার (বর্তমান বয়স ২০), বি এম মাজিব হাসান রয়েল (বর্তমান বয়স ১৬), শাহারিয়ার জামান তুর্য্য (বর্তমান বয়স ২১), রিয়ান শেখ ওরফে রেফাত (বর্তমান বয়স ১৬), ফাহিম ইসলাম মনি (বর্তমান বয়স ১৮), সানি ইসলাম ওরফে আপন (বর্তমান বয়স ১৭), জিসান খান (বর্তমান বয়স ১৯), তারিন হাসান ওরফে রিজভী (বর্তমান বয়স ১৭), শাকিব খান শিমুল (বর্তমান বয়স ২১), অন্তর কুসার দাস (বর্তমান বয়স ১৯), মো. হাকিম (বর্তমান বয়স ২১), সৈকত (বর্তমান বয়স ২০), শেখ সাকিব (বর্তমান বয়স ২১), আসিফ প্রান্ত আলিফ (বর্তমান বয়স ১৯), শেখ তামিম (বর্তমান বয়স ২০), সাকরান সালেহ ওরফে মিতুল (বর্তমান বয়স ১৬), মোস্তাফিজুর রহমান নাঈম (বর্তমান বয়স ১৮)।

জানা যায়, রায় ঘোষণার পর পুলিশ ভ্যানে তোলার সময় আসামিরা আদালত প্রাঙ্গণেই বাদীপক্ষকে প্রকাশ্যে হুমকি ও সাংবাদিককে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে।  

পুলিশ জানায়, ২০১৮ সালের ২০ জানুয়ারি সন্ধ্যায় কলেজে কনসার্ট অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে আসামি তামিমের সঙ্গে স্কুলছাত্র রাজিনের হাতাহাতি হয়। রাত ৯টার দিকে অনুষ্ঠান মঞ্চের পেছনে নিয়ে রাজিনকে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় রাজিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর নিহতের পিতা বাদী হয়ে ছয়জন আসামির নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা করেন। যার নম্বর ২০। একই বছরের ১৬ ফেব্রুয়ারি খালিশপুর থানার এসআই মো. মিজানুর রহমান ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

আইনজীবী অ্যাডভোকেট ফরিদ আহমেদ বলেন, রাজিন হত্যা মামলায় ৩০২ ও ৩৪ ধারায় ১৭ জনকে সাত বছরের বিনাশ্রম কারাদ  দেওয়া হয়েছে। এদের মধ্যে যাদের বয়স ১৮-এর বেশি তারা কারাগারে ও বাকিরা কিশোর সংশোধনাগারে থাকবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর