বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ০০:০০ টা

শেষ প্রস্তুতি নিচ্ছে সেতু বিভাগ দুই পাড়েই ব্যাপক কর্মযজ্ঞ

পদ্মা সেতুর উদ্বোধন

রোকনুজ্জামান পারভেজ, শরীয়তপুর

আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে উদ্বোধন করে তিনি সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তে আসবেন। জাজিরা প্রান্তের টোল প্লাজায় উদ্বোধনী কাজ শেষ করে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ীতে জনসভা করবেন প্রধানমন্ত্রী। এমনটা ধরে নিয়েই সে লক্ষ্যে কাজ করছে সেতু বিভাগের স্থানীয় প্রশাসন। সেতু বিভাগের কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) কর্মকর্তারা সেতুর জাজিরা প্রান্তের বিভিন্ন স্থান ও কাঁঠালবাড়ী এলাকা পরিদর্শন করেছেন। সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে ৪০ ফুট উচ্চতার দুটি ম্যুরাল নির্মাণ করা হচ্ছে। দুটি ম্যুরালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি থাকবে। সেতু বিভাগের কর্মকর্তারা জানান, গত মাসে সেতুতে পিচ ঢালাইয়ের কাজ, বাতি বসানোর কাজ শেষ হয়েছে। এখন তাতে বিদ্যুৎসংযোগ দেওয়ার কাজ চলছে। এ ছাড়া সেতুতে সাইন, সংকেত ও মার্কিং বসানোর কাজ শুরু হয়েছে। সেতুর সীমানা দেয়ালের ওপর স্টিলের রেলিং বসানোর কাজ চলছে। পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘এখন ফিনিশিংয়ের কাজ চলছে। আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য সেতুর দুই প্রান্ত প্রস্তুত করা হচ্ছে।

কোথায় কী অনুষ্ঠান হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। তবে উদ্বোধনের জন্য দুই প্রান্তেই প্রস্তুতি নিচ্ছে সেতু বিভাগ।’

এদিকে পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণের খবরে শরীয়তপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আনন্দ শোভাযাত্রা করেছেন। স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মাঠ থেকে আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রা শেষে চৌরঙ্গী মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে সমাবেশ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর