শিরোনাম
শুক্রবার, ২৭ মে, ২০২২ ০০:০০ টা

ছায়ানটে নজরুল উৎসবের সমাপ্তি

সাংস্কৃতিক প্রতিবেদক

ছায়ানটে নজরুল উৎসবের সমাপ্তি

নজরুলের রাগাশ্রয়ী সংগীত, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে ছায়ানটে শেষ হলো দুই দিনের নজরুল উৎসব। গতকাল সন্ধ্যায় সমাপনী আসরের শুরুতেই সম্মেলক গান পরিবেশন করে ছায়ানটের বড়দের দল। এরপর একক গান পরিবেশন করেন ফাতেমা-তুজ-জোহরা, খায়রুল আনাম শাকিল, অভিজিৎ কুণ্ডু, অরূপ বিশ্বাস, অন্তরা শরীফ, রেজাউল করিম, সুমন মজুমদার, বিজনচন্দ্র মিস্ত্রী প্রমুখ। একক নৃত্য পরিবেশন করেন ওয়ার্দা রিহাব। আবৃত্তি করেন ডালিয়া আহমেদ ও জহিরুল হক খান। সম্মেলক নৃত্যগীত পরিবেশন করে ছায়ানটের বড়দের দল। আরণ্যকের ‘রাঢ়াং’ : আরণ্যক নাট্যদল শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করল দলটির দর্শকনন্দিত প্রযোজনার নাটক ‘রাঢ়াং’। গত সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি।

সাঁওতালদের যাপিত জীবনের দুঃখ-কষ্ট নিয়ে নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন মামুনুর রশীদ।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, জয়রাজ, শামীমা শওকত লাভলী, আ খ ম হাসান, শামীম জামান, হাশিম মাসুদ, ছবি, সাজ্জাদ সাজু ঊর্মি, দীপা, সোহাগ, সাঈদ সুমন, আরিফ হোসেন আপেল, বাপ্পাদিত্য চৌধুরী, রুহুল আমীন প্রমুখ।

অন্যদিকে একই সময়ে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় বাতিঘর প্রযোজিত নাটক ‘হিমুর কল্পিত ডায়েরি’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর