বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ০০:০০ টা

পদ্মা সেতু বাংলাদেশের মানুষের জন্য গৌরবের : মির্জা আজম

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতু বাংলাদেশের মানুষের জন্য গৌরবের : মির্জা আজম

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জাজিরা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ -বাংলাদেশ প্রতিদিন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন। এই সেতু আমাদের সক্ষমতার ও আত্মবিশ্বাসের প্রতীক। পদ্মা সেতু বাংলাদেশের মানুষের জন্য গৌরবের। শেখ হাসিনা যখন পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করেন তখন দেশবিরোধীরা নানা কথা বলেছে। আজ পদ্মা সেতুর জন্য দেশের মানুষ তথা দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের মনে অনেক আনন্দ। সেই আনন্দ ছুঁয়ে যাবে ২৫ জুন পদ্মার পাড়ে। উন্নয়নকামী মানুষের মিলনমেলায় পরিণত হবে পদ্মার পাড়। গতকাল দুপুরে জাজিরা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা চেয়ারম্যান মোবারক সিকদারের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য দেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু এমপি, সাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন, নাহিম রাজ্জাক এমপি প্রমুখ। পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, পদ্মা সেতুকে শুধু একটা সেতু এবং যোগাযোগ করিডর হিসেবে চিন্তা না করে আমাদের চিন্তা করতে হবে অর্থনৈতিক করিডর হিসেবে। পদ্মা সেতুর মাধ্যমে আমরা ট্রান্সপোর্ট কানেকটিভিটি, ইনভেস্টমেন্ট কানেকটিভিটি, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ স্থাপন করতে পারব।

তিনি বলেন, ‘পদ্মা নদীর ওপর সেতু নির্মাণ করা দক্ষিণবঙ্গের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ফলে বাঙালি জাতির ঐতিহাসিক অর্জন হিসেবে আজ বাস্তবায়ন হয়েছে। প্রধানমন্ত্রীর সুনিপুণ দক্ষতার জন্যেই একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। পদ্মা সেতু চালু হলে সামগ্রিক অর্থনীতি গতিশীল হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর