শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা

বিএনপি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত : সরকারি দল, এ বাজেট দারিদ্র্য কমানোর জন্য নয় : বিরোধী দল

সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকার দলের সদস্যরা বলেছেন, পদ্মা সেতুর ফলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোর প্রভূত উন্নয়ন সম্ভব হবে। বিএনপি আজ দেশে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। তারা ভোটের, গণতন্ত্রের রাজনীতি করতে চায় না, পেছনের পথ দিয়ে অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসার চেষ্টা চালাচ্ছে। বিরোধী দলের সদস্যরা বলেন, দেশের ধনী-দরিদ্রের ব্যবধান বেড়েছে। সমউন্নয়নেও বৈষম্য রয়েছে। দারিদ্র্য কমানোর জন্য এ বাজেট নয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্যানেল সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে সংসদের গতকালের বৈঠকে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তাঁরা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, বীরেন শিকদার, তানভীর ইমাম, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ প্রমুখ। আওয়ামী লীগের অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি আজ দেশে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা হতে দেবেন না। ওয়ার্কার্স পার্টির এমপি মুস্তফা লুৎফুল্লাহ বলেন, সংসদ সদস্যদের মতামত নির্ভর বা জেলাভিত্তিক বা দারিদ্র্য কমানোর জন্য পরিকল্পনার বাজেট নয় এটা। দেশের ধনী-দরিদ্রের মধ্যে ব্যবধান বেড়েছে।

বাজেট যাতে সময়মতো বাস্তবায়ন সম্ভব হয় সেজন্য মন্ত্রণালয়গুলোকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রফিকুল ইসলাম বীরউত্তম। তিনি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সদস্য বীরেন শিকদার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর ফলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোর প্রভূত উন্নয়ন সম্ভব হবে।

ওয়ার্কার্স পার্টির এমপি মুস্তফা লুৎফুল্লাহ বলেন, সংসদ সদস্যদের মতামত নির্ভর বা জেলাভিত্তিক বা দারিদ্র্য কমানোর জন্য পরিকল্পনার বাজেট নয় এটা। দেশের ধনী-দরিদ্রের মধ্যে ব্যবধান বেড়েছে।

শহিদুল ইসলাম বকুল বলেন, পাচার করা অর্থ দেশে আনা হলে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে। এটা বন্ধ করতে হবে। সাইমুন সরোয়ার কমল বলেন, এ বাজেট দরিদ্রবান্ধব বাজেট। তানভীর ইমাম পদ্মা সেতুকে জাতীয় গর্বের প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

বাজেটের ওপর আরও আলোচনা করেন মাজহারুল হক প্রধান, মোসলেম উদ্দিন, মোতাহার হোসেন, পারভীন হক সিকদার, মো. নুরুল ইসলাম, মোছলেম উদ্দিন আহমেদ, সামছুল আলম দুদু, সামসুন নাহার, জিন্নাতুল বাকিয়া ও কাজিম উদ্দিন আহমেদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর