মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ০০:০০ টা

সরকার পাশে থাকায় কেউ না খেয়ে মরেনি : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সরকার পাশে থাকায় কেউ না খেয়ে মরেনি : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রীর দক্ষ ব্যবস্থাপনায় বন্যায় না খেয়ে কিংবা বিনা চিকিৎসায় একটি মানুষও মারা যায়নি। প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যার শুরু থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সকল স্তরের প্রশাসনসহ বিভিন্ন দফতর এবং আওয়ামী লীগ নেতা-কর্মীরা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ায়। গতকাল সিলেটে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মতবিনিময়কালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিলেটে ভয়াবহ বন্যায় সব জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ ৯০ ভাগ, সিলেট ৭০ ভাগ ডুবে গেছে। আগের তুলনায় পানি কমলেও এখনো অনেক জায়গা নিমজ্জিত রয়েছে। মানুষ কষ্টের মধ্যে আছে। তাদের কষ্টে শরিক হতে এখানে আসা। এর আগে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা দেন স্বাস্থ্যমন্ত্রী।

বিমানবন্দর থেকে মন্ত্রী যান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের সঙ্গে করণীয় প্রসঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর