বুধবার, ২৯ জুন, ২০২২ ০০:০০ টা

সিলেট থেকে ছেড়ে গেল প্রথম হজ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সিলেট থেকে প্রথম সরাসরি ফ্লাইট ছেড়ে গেছে। গতকাল সকাল সোয়া ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সরাসরি জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। এর আগে হজযাত্রীরা ইহরামের কাপড় পরে বিমানে ওঠেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিন্যান্স ডিরেক্টর নওশাদ আহমেদ জানান, সিলেট থেকে এবারের হজের প্রথম ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১৯ জন। আগামী ৩০ জুন সিলেট থেকে হজের দ্বিতীয় ফ্লাইটটি পরিচালনা করা হবে। জানা গেছে, বাংলাদেশ থেকে এবারের হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যায় ৫ জুন। সেদিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১০ জন।

 সিলেট থেকে হজের দুটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। যে ফ্লাইট দুটিতে শুধু হজযাত্রীই থাকবেন। দুটি ফ্লাইটই সিলেট থেকে সরাসরি জেদ্দায় যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর