শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে খেলাফত মজলিস। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বাদ জোহর বিজয়নগরে ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন,  অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে লঞ্চ-বাস ভাড়া বেড়েছে। খাদ্য সামগ্রীসহ সব কিছুর দাম বেড়েছে। সাধারণ মানুষ চলতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এ অবস্থায় দেশ চলতে পারে না। ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মো. আবদুল জলিল, হাজী নূর হোসেন, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।

সমাবেশের পূর্বে এক বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর আকরাম টাওয়ারের সামনে সমাবেশে মিলিত হয়। এ ছাড়াও একই ইস্যুতে সিলেট মহানগরী, চট্টগ্রাম মহানগরী, বরিশাল মহানগরী, হবিগঞ্জ জেলা, মানিকগঞ্জ জেলা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুরসহ বিভিন্ন শাখায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর