বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ঢাবি উদ্ভাবিত ব্রেইল থেকে বাংলা টেক্সট রূপান্তর সফটওয়্যার উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উদ্ভাবিত ব্রেইল থেকে বাংলা টেক্সটে রূপান্তর করার একটি প্রোটোটাইপ সফ্টওয়্যার উদ্বোধন করা হয়েছে। অন্য ভাষায় ‘ব্রেইল থেকে টেক্সট’-এ রূপান্তরের সফ্টওয়্যার থাকলেও বাংলা টেক্সটে এ রূপান্তরের এটিই প্রথম সফ্টওয়্যার। গতকাল ঢাবির প্রফেসর আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সফ্টওয়্যারটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।  ঢাবির তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহাম্মদ শোয়াইবের নেতৃত্বে একদল গবেষক এই সফ্টওয়্যার উদ্ভাবন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষকবৃন্দ, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর