সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

শেয়ারবাজারে সূচক কিছুটা কমলেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতন হয়েছে। তবে বেড়েছে  লেনদেনের পরিমাণ। এ ছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া  বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে ৯৫টি প্রতিষ্ঠানের  শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২১৭টির। আর ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স  আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে ৬ হাজার ৪৮৯ পয়েন্টে নেমেছে। মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনভর লেনদেন হয়েছে ২ হাজার ২৯৬ কোটি ৩৯ লাখ টাকা। আগের দিন  লেনদেন হয় ১ হাজার ৮৮৯ কোটি ৫২ লাখ টাকা। 

সে হিসাবে লেনদেন বেড়েছে ৪০৬ কোটি ৮৭ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি  লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১১৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছে। ১২৩ টাকা ৬০ পয়সায় লেনদেন শেষ হয়েছে প্রতিষ্ঠানটির। দ্বিতীয় স্থানে থাকা ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের ১১৩ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ৮০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৭৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯১ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৬টির এবং ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর