শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করবে ২৪ দেশের সেনারা

নিজস্ব প্রতিবেদক

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করবে ২৪ দেশের সেনারা

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার ঢাকার হোটেল র‌্যাডিসন ব্লুতে অনুষ্ঠিত ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনারে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন -আইএসপিআর

আঞ্চলিক তথা বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে গত বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউএস আর্মি প্যাসিফিক কর্তৃক আয়োজিত ৪৬তম ইন্দো-প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনারের (আইপিএএমএস) সমাপনী অনুষ্ঠান। আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের প্রধান জেনারেল চার্লস এ. ফ্লিনসহ অংশগ্রহণকারী ২৪টি দেশের সামরিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেনারেল শফিউদ্দিন এবং জেনারেল ফ্লিন বিদায়ী বক্তব্য রাখেন এবং আইপিএএমএস-২০২২ এ অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিদের হাতে সার্টিফিকেট তুলে দেন। এ ছাড়া পরবর্তী আয়োজক হিসেবে ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধির কাছে আইপিএএমএসের পতাকা হস্তান্তর করা হয়। সবশেষে বাদ্যযন্ত্রে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জাতীয় সংগীত বাজিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৬তম আইপিএএমএস-২০২২ এর উদ্বোধন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর