শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

আদর্শ মানুষ গড়তে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন : আমু

ঝালকাঠি প্রতিনিধি

আদর্শ মানুষ গড়তে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বলেন, একজন আদর্শ শিক্ষক মানুষ গড়ার কারিগর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। পিতামাতা সন্তান জন্ম দেয় আর একজন শিক্ষক তাদেরকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলেন, পাশাপাশি নৈতিকতার শিক্ষা দেন। সমাজে সবচেয়ে সম্মানিত পেশা হলো শিক্ষকতা। শিক্ষকরা শিক্ষার্থীদের যেভাবে শিক্ষাদান করবেন তারা সেভাবে গড়ে উঠবে। মানসম্মত শিক্ষাদান না করলে মেধাহীন জাতি গড়ে উঠবে। শিক্ষক দিবস ২০২২ উপলক্ষে গতকাল ঝালকাঠি সরকারি কলেজ প্রাঙ্গণে র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী। উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান প্রমুখ।

 ঝালকাঠি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হেমায়েত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর