শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

‘রংপুরে বিএনপির সমাবেশ নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই’

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে বিএনপির গণসমাবেশ নিয়ে তেমন একটা মাথাব্যথা নেই স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। বিএনপির সমাবেশকে ঘিরে পরিবহন ধর্মঘট ডাকার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। এটি মোটর মালিক সমিতির নিজস্ব সিদ্ধান্ত। এখানে আওয়ামী লীগের কোনো ভূমিকা নেই। এমনটাই দাবি করেছেন একাধিক আওয়ামী লীগের নেতা। আওয়ামী লীগ নেতারা বলেন, যত গর্জে তত বর্ষে না। তাছাড়া যে মাঠে সমাবেশ হবে সেখানে অত মানুষের ধারণক্ষমতা নেই। তাই লাখ লাখ লোকসমাগমের সুযোগ সেখানে নেই। তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে শক্ত হাতে বাধা দেওয়া হবে। রাজনৈতিক দল হিসেবে তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে কোনো বাধা থাকবে না।

এ বিষয়ে রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে বিএনপি রাজনৈতিক দল হিসেবে সমাবেশ করতেই পারে। আমরা তাতে বাধা দেব কেন? তারা তাদের বিভাগীয় সমাবেশ ডেকেছে, প্রশাসনও অনুমতি দিয়েছে। সেখানে তারা সমাবেশ করবে। সমাবেশ নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নেই। তবে সমাবেশের নামে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে আওয়ামী লীগ তা প্রতিহত করবে। ধর্মঘটের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, পরিবহন ধর্মঘটের বিষয়টি মোটর মালিক সমিতির।

এখানে আওয়ামী লীগের কোনো ভূমিকা নেই। রাজনৈতিকভাবে বিএনপি সমাবেশ, মিছিল-মিটিং সবই করতে পারে। আওয়ামী লীগ সরকার বিরোধী দলের সমাবেশ বন্ধ করতে মরিয়া নয়। বিএনপি জোট আওয়ামী লীগের সমাবেশে বোমা মেরে মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগ কখনো সে পথে হাঁটতে চায় না। কিন্তু তারা যদি সমাবেশ ও মিছিল মিটিংয়ের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে রংপুর আওয়ামী লীগ ছেড়ে কথা বলবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর