শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ঢাবিতে ১১৩টি শিল্পকর্ম নিয়ে আর্ট গ্যালারি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষের স্মারক হিসেবে ১০০ জন শিল্পীর হাতে আঁকা শিল্পকর্ম নিয়ে স্থায়ী আর্ট গ্যালারির উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ‘রংতুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এ গ্যালারিতে ঢাবির ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা, আন্দোলন-সংগ্রাম ও ঐতিহাসিক অর্জনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। গতকাল ঢাবি সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে গ্যালারিটি উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী অধ্যাপক রফিকুন নবী। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাওছার।

গ্যালারিতে জমা ১১৩টি শিল্পকর্মের মধ্যে ১০৬টি চিত্রকর্ম ও বাকি সাতটি ভাস্কর্য। উদ্বোধনের পর চিত্র প্রদর্শনীর জন্য গ্যালারিটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এক সপ্তাহ দর্শনার্থীদের জন্য খোলা থাকবে এটি।

সংশ্লিষ্টরা জানান, শিল্পীরা বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম স্থাপনা কার্জন হল, মধুর রেস্তোরাঁ, সাবেক কলা ভবন (বর্তমান ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ), টিএসসি ইত্যাদি স্থাপনার চিত্র অবিকল ফুটিয়ে তুলেছেন তাদের শিল্পকর্মে। ভবন হিসেবে কার্জন হল, কলা ভবনের সামনের অপরাজেয় বাংলা, মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ও টিএসসির সামনের উঁচু বেদীতে স্থাপিত রাজু ভাস্কর্যের প্রতিচ্ছবি উঠে এসেছে গ্যালারির দেয়ালে। এ ছাড়া স্মরণীয় অনেক ব্যক্তির ছবি প্রদর্শিত হবে গ্যালারিতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর