শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শিশুর বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার দাবিতে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

‘বারুদের গন্ধ নয়, ফুলের সুবাস চাই’ স্লোগানে ইউক্রেন যুদ্ধসহ সব সংঘর্ষ বন্ধ এবং শিশুর বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে শিশু সংগঠন খেলাঘর আসর।

গতকাল সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে খেলাঘর জেলা কমিটির আয়োজনে এ মানববন্ধন করে।

সংগঠনের সাধারণ সম্পাদক তৌছিক আহমেদ রাহাতের সঞ্চালনায় ও সভাপতি কবি নজমুল হোসেন আকাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলার শিশু একাডেমির সাবেক কর্মকর্তা ও খেলাঘর বরিশাল জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ রায় চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, কাজী সেলিনা, শুভকর চক্রবর্তী, নিগার সুলতানা হনুফা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বে যুদ্ধের দাবানল বেজে উঠেছে। কোনো কোনো দেশে যুদ্ধ চলছে। বারুদের গন্ধ পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। এসব বন্ধ করে নিরাপদ শিশুর বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান জানান বক্তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর