মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সরকারকে পদত্যাগের প্রস্তুতি নিতে বললেন গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

সরকারকে পদত্যাগের প্রস্তুতি নিতে বললেন গয়েশ্বর

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার কোন পদ্ধতিতে পদত্যাগ করবে তা ঢাকার ১০ ডিসেম্বরের মহাসমাবেশ বলে দেবে। সে অনুযায়ী সরকারকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য মরহুম আফসার আহমদ সিদ্দিকীর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবে আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তবে তিনি একথা বলেন। গয়েশ্বর বলেন, ‘১০ ডিসেম্বর আমরা সরকারকে জানাব কীভাবে তারা পদত্যাগ করবেন। আমরা যা কিছু করব সরকারপ্রধানকে জানিয়ে করব। বিএনপি তো সর্বহারা পার্টি নয়, বা আড়ালে-আবডালে থাকা দল নয় যে গোপনে কোনো কিছু করব। তাই ১০ তারিখ আমরা ঘোষণা দেব। এ ঘোষণা অনুযায়ী আপনারা প্রস্তুতি নেবেন। আর আমাদের (বিএনপির) প্রস্তুতি থাকবে আপনাদের (আওয়ামী লীগ) পরাস্ত করানোর।’

সরকারের পদত্যাগের বিষয়ে গয়েশ্বর বলেন, ‘হয় পদত্যাগ করবেন, না হয় পদত্যাগে বাধ্য করব। কীসের জন্য বাধ্য করব, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের ভোটাধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য। দেশের মালিক জনগণ। কোনো ব্যক্তি, দল দেশের মালিক নন। যদি কেউ মনে করে দেশটা তার পৈতৃক সম্পত্তি, তিনি দেশের রাজা, তিনি যা ইচ্ছা তা করবেন, তা মনে করলে এটাকে আমরা সমাপ্ত করতে চাই। মোট কথা যারা দেশকে পৈতৃক সম্পত্তি মনে করে তাদের সরাতে হবে।’

আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য সচিব জামিল আহমদ সিদ্দিকী। আলোচনায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর