রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সরকারের প্রযোজনায় ঘটেছে ককটেল বিস্ফোরণ : রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ধ্যার পর ককটেল বিস্ফোরণের ঘটনায় সরকারের তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, গতকাল মাগরিবের পরপরই নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতকারীরা। এটি আওয়ামী সরকারের নির্দেশিত গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ প্রযোজনা। সরকারের প্রযোজনায় ঘটেছে এই ককটেল বিস্ফোরণ। ১০ ডিসেম্বর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য গণসমাবেশকে বানচাল করার জন্য পুলিশের এটা ‘মাস্টারপ্ল্যান’।

গতকাল রাতে দলীয় কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপিসহ বিরোধী দলের কর্মসূচিকে প- করতে আইনশৃঙ্খলা বাহিনী যে দমননীতি প্রয়োগ করে যাচ্ছে, তার মধ্য দিয়ে তারা দেশকে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। অন্যদিকে প্রবঞ্চনা ও কপটতার আশ্রয় নিয়ে একের পর এক অন্তর্ঘাতমূলক কাজ করে যাচ্ছে। পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, মানুষকে অগ্নিদগ্ধ করে তার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর