মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মিছিল করে কমিটির বিলুপ্তি চাইল সিলেট ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

‘দেশব্যাপী বিএনপির নৈরাজ্যে’র প্রতিবাদে সিলেটে বিশাল মিছিল করেছে ছাত্রলীগ। গতকাল দুপুরে নগরীর তেলিহাওর থেকে জেলা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির সমালোচনার পাশাপাশি নিজেদের মেয়াদোত্তীর্ণ কমিটির বিলুপ্তি ও নতুন কমিটি ঘোষণার দাবি জানানো হয়। গতকাল বেলা ১টার দিকে তেলিহাওর থেকে জেলা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা বিশাল মিছিল বের করেন। মিছিল থেকে বিএনপি ও জামায়াতবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। চৌহাট্টায় এসে সমাবেশকালে বক্তারা অভিযোগ করেন, রাজনীতির নামে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। বক্তারা বলেন, ঢাকায় পুলিশের ওপর হামলা চালিয়েছে। অফিসে ককটেল মজুদ করে নাশকতার পরিকল্পনা করেছিল। দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে ছাত্রলীগ নেতা-কর্মীরা রাজপথে সমুচিত জবাব দেবে বলে ছাত্রলীগ নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। এদিকে বিএনপির বিরুদ্ধে বের করা মিছিল-পরবর্তী সমাবেশে জেলা ছাত্রলীগ নেতারা নিজেদের কমিটির বিরুদ্ধেও বিষোদগার করেন। বক্তারা বলেন, জেলা ছাত্রলীগের দুই সদস্যের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এ কমিটি ৩১ ইউনিটের মধ্যে মাত্র ১১টি গঠন করতে পেরেছে। মেয়াদোত্তীর্ণ এ কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করতে কেন্দ্রীয় নেতাদের প্রতি দাবি জানান বক্তারা।

 সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপপাঠাগার সম্পাদক এম আর মুহিবের সভাপতিত্বে ও সৌরভ জায়গীরদারের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক যুগ্মসাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর