বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রাথমিক পাস করেই চিকিৎসক!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আবদুল হালিম লেখাপড়ায় মাত্র প্রাথমিকের গন্ডি পার করেছেন। তার নেই চিকিৎসার কোনো ডিগ্রি। অথচ তিনিই নিয়মিত রোগী দেখছেন, করছেন শল্য চিকিৎসা। হয়ে গেছেন চিকিৎসক। পরিচালনা করছেন চিকিৎসা কার্যক্রম। এ ঘটনার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানের মাধ্যমে আবদুল হালিমকে আটক করা হয়েছে।

 মঙ্গলবার রাতে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তারপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করায় তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, অভিযুক্ত হালিমের লেখাপড়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত। পরে আধ্যাত্মিকভাবে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানার খবর প্রচার করে মানুষকে নানাভাবে ধোঁকা দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন তিনি। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, ভুক্তভোগী এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনার সত্যতা মেলে। তাই ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২’ মোতাবেক তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার চেম্বার বন্ধ করে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যকে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর