বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

গুচ্ছভিত্তিক জমির মূল্য নির্ধারণে সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

জমি ক্রয় বিক্রয়ে মৌজা রেট নির্ধারণের ক্ষেত্রে দলিলের গড় মূল্যের উপর ভিত্তি না করে সরেজমিন পরিদর্শন করে গুচ্ছভিত্তিক জমির মূল্য নির্ধারণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে গৃহীত পদক্ষেপ কমিটির পরবর্তী  বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল ‘জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ  হোসেন, আ. স. ম ফিরোজ, র. আ. ম উবায়দুল  মোকতাদির চৌধুরী, দীপংকর তালুকদার, পনির উদ্দিন আহমেদ, ফেরদৌসী ইসলাম, মোকাব্বির খান বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে ‘বাংলাদেশ সরকারী কর্ম কমিশন বিল ২০২২’ পর্যালোচনা করা হয়। কমিটি বিলটি প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জন শেষে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য রিপোর্ট  প্রণয়নের সুপারিশ করে।

 বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর