সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রাজনীতির ভাষা শালীন করতে হবে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, বিএনপি মিটিং করেছে এটি গণতান্ত্রিক অধিকার, তারা করবে। তবে রাজনীতির ভাষা শালীন করতে হবে। আমাকে গালি দেন কিন্তু জাতির পিতা ও জাতির পিতার কন্যাকে নিয়ে কথা বলার সময় অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। গতকাল রাতে ফতুল্লার পূর্ব ইসদাইর যুব সংঘের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন তিনি। বিশেষ অতিথি ছিলেন বোমা হামলায় দুই পা হারানো নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা মহিলা সংস্থার সভানেত্রী সালমা ওসমান লিপি প্রমুখ।

তিনি বলেন, আমরা অনেক কাজ দ্রুত করতে চেষ্টা করি। কিন্তু আমলাতান্ত্রিক, রাজনৈতিক জটিলতা, হিংসা এসব কারণে দ্রুত করা সম্ভব হয় না। দুই বছর আগে নারায়ণগঞ্জের জন্য বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাস করিয়েছি। এটার কাগজ এদিক-ওদিক ঘোরাফেরা করছে। অনেক দূর এগিয়ে নিয়ে এসেছি। আগামী সংসদ অধিবেশন আছে, সেদিন হয়তো আমার ভাষা আর ঠিক থাকবে না। সেদিন পার্লামেন্টে দাঁড়িয়ে যা বলার বলব।

সর্বশেষ খবর