রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন কমিশনকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে : ইসলামী ফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠাসহ পাঁচ দফা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। গতকাল গুলিস্তান চত্বরে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে এ দাবি জানিয়ে ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন বলেন, নির্বাচন কমিশনকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। নতুন আইন পাস করে নির্বাচন কমিশনকে শক্তিশালী ও কার্যকর স্বাধীন করতে হবে। মহাসমাবেশের ঘোষণাপত্র ১০ দফা প্রস্তাবনা পেশ করেন মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ। বক্তব্য দেন কাজী মঈনুদ্দীন আশরাফী, সোলাইমান আনসারী, সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, অধ্যক্ষ ড. ইছমাঈল নোমানী, সিরাজুল ইসলাম চৌধুরী হারুন, শাহাব উদ্দীন চৌধুরী, অধ্যক্ষ আহমদ হোসাইন আলকাদেরী, অধ্যক্ষ ড. শেখ আফজল হোসেন, এম সোলায়মান ফরিদ, ছাদেকুর রহমান হাশেমী, জাহাঙ্গীর আলম চৌধুরী, গাজী এম এ ওয়াহিদ সাবুরী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর