বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল দাবিতে আন্দোলনের হুমকি

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতির দাবিতে আন্দোলনের হুমকি দিয়েছে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব কক্সবাজারসহ ১০টি সংগঠন। গতকাল কক্সবাজার শহরের লাবণি পয়েন্টে একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে দাবি করা হয়- নাব্য সংকটের অজুহাত দেখিয়ে চলতি পর্যটন মৌসুমের শুরু থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়নি। টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল না করার ফলে কক্সবাজার তথা সেন্টমার্টিনে ভ্রমণ সেবাদানে নিয়োজিত ৫ লাখ মানুষের জীবিকা এখন হুমকির সম্মুখীন। প্রতি বছর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পর্যটন মৌসুমে সমুদ্র শান্ত থাকায় পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণ করতে পারেন।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের সভাপতি আনোয়ার কামাল, সাধারণ সম্পাদক এ কে এম মনিবুর রহমান টিটু প্রমুখ।

সংবাদ সম্মেলনে জাহাজ চলাচলের যুক্তি দেখিয়ে বলা হয়- মিয়ানমারের মালামাল পরিবহন অব্যাহত আছে। নাব্য সংকট থাকলে মিয়ানমারের জাহাজ মালামাল নিয়ে কীভাবে আসে। বর্তমানে দুটি জাহাজ টেকনাফের দমদমিয়া ঘাটে অবস্থান করছে; যা তিন-চার দিন আগে সেন্টমার্টিন থেকে এ রুটেই ভাটার মধ্যে দমদমিয়া জেটিতে এসেছে। নাব্য সংকট থাকলে তা হতো না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর