শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

তৈরি পোশাক খাতে বিদেশি জনশক্তি কমানো হবে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাক খাতে বিদেশি জনশক্তি কমানো হবে এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এক সময় আমাদের তৈরি পোশাক খাতের ম্যানেজমেন্ট লেভেলে শুধু বিদেশি জনশক্তিই কাজ করত। এখন আমাদের দেশের অনেক দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে। পেশাগত কাজে তারা বেশ দক্ষতার পরিচয় দিচ্ছেন। সে কারণে বিদেশি কর্মীর সংখ্যা অনেক কমে এসেছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব হলে আমাদের আর বিদেশি জনশক্তির প্রয়োজন হবে না। সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সে লক্ষ্য সামনে রেখে কাজ করে যাচ্ছে। গতকাল তুরাগে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেনোলজি (বিইউএফটি) আয়োজিত বিইউএফটি-ইপিবি পিজিডি প্রোগ্রাম ফর মিড লেভেল ম্যানেজমেন্ট বিষয়ে অরিয়েন্টেশন অ্যান্ড সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর