শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

‘মিস্টার প্রেসিডেন্ট’ বইয়ের প্রকাশনা আজ

নিজস্ব প্রতিবেদক

মহান মুক্তিযুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাঙালিদের অবদান নিয়ে রচিত ‘মিস্টার প্রেসিডেন্ট’ উপন্যাসের গ্রন্থ পরিচিতি ও আলোচনা সভা আজ বিকাল ৪টায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। বইটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মুক্তিযুদ্ধকালীন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী। মুজিবনগর সরকার তাকে বহির্বিশ্ব ও জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক মিশনের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়। প্রবাসে বাঙালিদের একত্রিত করে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। দেশ স্বাধীনের পর হয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাঠ করিয়েছিলেন শপথ বাক্য।

সেই আবু সাঈদ চৌধুরীকে কেন্দ্রীয় চরিত্রে রেখে বইটি লিখেছেন কানাডা প্রবাসী আকতার হোসেন। তিনি বলেন, বিশেষ প্রতিনিধি হিসেবে লন্ডনে আবু সাঈদ চৌধুরীর প্রথম দিনের কর্মকাণ্ড দিয়ে শুরু করে জীবনের শেষ দিনটি পর্যন্ত ধরে রাখার চেষ্টা করা হয়েছে উপন্যাসে। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে বৈরী আবহাওয়া ও পরিবেশের মধ্যে থেকেও প্রবাসী বাঙালিরা বাংলাদেশের স্বাধীনতার জন্য যে সংগ্রাম করেছেন তা তুলে ধরা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর