শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সপ্তাহের শেষ দিনে ঊর্ধ্বমুখী সূচক

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শেষ দিনে সূচক বেড়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও শেষ পর্যন্ত সবকটি সূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিসংখ্যক প্রতিষ্ঠান। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক কমেছে। বেড়েছে লেনদেনের পরিমাণ।

দিনের লেনদেন শেষে ডিএসইতে মাত্র ৩৩ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। দাম কমেছে ১৩৬টির। আর ১৭৮টির দাম অপরবর্তিত রয়েছে। এর পরও ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৫ কোটি ৫৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৭৩৪ কোটি ৬০ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২২৯ কোটি ৭ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার।

কোম্পানিটির ২৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের ২৮ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২১ কোটি ৩৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১৮২ প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টির দাম বেড়েছে। দাম কমেছে ৬৪টির এবং ৮৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর