সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এবার খেলা হবে বললেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

এবার খেলা হবে বললেন হিরো আলম

বগুড়া-৪ আসনের ইভিএম-এর ভোটার ভেরিফাইড ট্রেসিং পেপার এবং ভোট পুনর্গণনার দাবিতে আবেদন জানিয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এ সময় তিনি বলেন, এবার খেলা হবে। গতকাল দুপুরে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের বরাবর লিখিতভাবে আবেদন করার পর তিনি এ কথা বলেন। আবেদনে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম জানান, বগুড়া-৪ আসনে (কাহালু-নন্দীগ্রাম) ভোট গ্রহণের পর কাহালু-নন্দীগ্রাম এলাকার কিছু ভোট কেন্দ্রের ফলাফল তার কাছে সন্দেহজনক মনে হয়। এ জন্য তিনি ৪৫টি কেন্দ্রের ভোট পুনরায় গণনা করে ফলাফল প্রকাশের আবেদন করেছেন। ওই আবেদনে যেসব কেন্দ্রের ফলাফল সন্দেহ হয় সেসব কেন্দ্রের নম্বরও আবেদনপত্রে উল্লেখ করেছেন। হিরো আলম জানান, উপনির্বাচনের ভোটের ফলাফল সঠিক আছে কি না- জানতে ইভিএমের ভোটার ভেরিফাইড ট্রেসিং পেপার এবং ভোট পুনর্গণনার আবেদন করা হয়েছে।

বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম জানান, আশরাফুল হোসেন আলমের একটি আবেদন তার কার্যালয়ে জমা পড়েছে। যদিও নির্বাচন সংক্রান্ত ফলাফলের সব কাগজপত্র তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বুঝিয়ে দেওয়া ফলাফলের কাগজপত্রে কোনো ভুল থাকলে সে বিষয়টি দেখা যেতে পারে। তিনি বলেন, ইভিএমে ভোট গণনায় ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর