আগামী ১৮ মার্চ বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সফরের বিস্তারিত সূচি চূড়ান্ত না হলেও বঙ্গবন্ধু উদ্যানে জনসমাবেশ হবে বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এ সময় প্রধানমন্ত্রী বরিশালে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ঘোষণা দিতে পারেন। গত শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের এক সভায় দলের সাধারণ সম্পাদক ওয়ায়দুল কাদের এমপি আগামী ১১ মার্চ ময়মনসিংহে এবং ১৮ মার্চ বরিশালে প্রধানমন্ত্রীর সফরের কথা জানান। বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি এবং পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেন, দলের সাধারণ সম্পাদক টেলিফোনে আগামী ১৮ মার্চ বরিশালে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি তাকে জানিয়েছেন। ওই দিন বঙ্গবন্ধু উদ্যানে জনসমাবেশ হবে। এ ছাড়া অন্য কোনো সূচি এখনো নির্ধারণ হয়নি। আগামী ১৫ মার্চ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশাল সফরের বিস্তারিত আলাপ করবেন তিনি। আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী সফরে বরিশালে একটি স্বতন্ত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিতে পারেন। এ সফর সফল করতে শিগগিরই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বিভাগীয় প্রতিনিধি সভা করা হবে। প্রতিনিধি সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকতে পারেন বলে জানান তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর বরিশাল সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত চেহারা পাল্টে দিয়েছেন।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা