আগামী ১৮ মার্চ বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সফরের বিস্তারিত সূচি চূড়ান্ত না হলেও বঙ্গবন্ধু উদ্যানে জনসমাবেশ হবে বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এ সময় প্রধানমন্ত্রী বরিশালে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ঘোষণা দিতে পারেন। গত শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের এক সভায় দলের সাধারণ সম্পাদক ওয়ায়দুল কাদের এমপি আগামী ১১ মার্চ ময়মনসিংহে এবং ১৮ মার্চ বরিশালে প্রধানমন্ত্রীর সফরের কথা জানান। বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি এবং পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেন, দলের সাধারণ সম্পাদক টেলিফোনে আগামী ১৮ মার্চ বরিশালে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি তাকে জানিয়েছেন। ওই দিন বঙ্গবন্ধু উদ্যানে জনসমাবেশ হবে। এ ছাড়া অন্য কোনো সূচি এখনো নির্ধারণ হয়নি। আগামী ১৫ মার্চ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশাল সফরের বিস্তারিত আলাপ করবেন তিনি। আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী সফরে বরিশালে একটি স্বতন্ত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিতে পারেন। এ সফর সফল করতে শিগগিরই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বিভাগীয় প্রতিনিধি সভা করা হবে। প্রতিনিধি সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকতে পারেন বলে জানান তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর বরিশাল সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত চেহারা পাল্টে দিয়েছেন।
শিরোনাম
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
বরিশালে উজ্জীবিত আওয়ামী লীগ
১৮ মার্চ আসছেন প্রধানমন্ত্রী, ঘোষণা আসতে পারে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
রাহাত খান, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর