আগামী ১৮ মার্চ বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সফরের বিস্তারিত সূচি চূড়ান্ত না হলেও বঙ্গবন্ধু উদ্যানে জনসমাবেশ হবে বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এ সময় প্রধানমন্ত্রী বরিশালে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ঘোষণা দিতে পারেন। গত শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের এক সভায় দলের সাধারণ সম্পাদক ওয়ায়দুল কাদের এমপি আগামী ১১ মার্চ ময়মনসিংহে এবং ১৮ মার্চ বরিশালে প্রধানমন্ত্রীর সফরের কথা জানান। বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি এবং পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেন, দলের সাধারণ সম্পাদক টেলিফোনে আগামী ১৮ মার্চ বরিশালে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি তাকে জানিয়েছেন। ওই দিন বঙ্গবন্ধু উদ্যানে জনসমাবেশ হবে। এ ছাড়া অন্য কোনো সূচি এখনো নির্ধারণ হয়নি। আগামী ১৫ মার্চ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশাল সফরের বিস্তারিত আলাপ করবেন তিনি। আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী সফরে বরিশালে একটি স্বতন্ত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিতে পারেন। এ সফর সফল করতে শিগগিরই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বিভাগীয় প্রতিনিধি সভা করা হবে। প্রতিনিধি সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকতে পারেন বলে জানান তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর বরিশাল সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত চেহারা পাল্টে দিয়েছেন।
শিরোনাম
- পুরান ঢাকায় গুলিতে নিহত ব্যক্তি 'শীর্ষ সন্ত্রাসী' মামুন: পুলিশ
- পুরান ঢাকায় সিনেমা স্টাইলে গুলি, যা দেখা গেল সিসি ক্যামেরায়
- ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি
- দেশের সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন
- সেবাগ্রহীতাদের সাথে দুর্ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
- পুরান ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে
- খালেদা জিয়ার সঙ্গে বিদেশ সফরে যাওয়ায় আমাকে প্লট দেওয়া হয়নি : রবি চৌধুরী
- গোবিন্দগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
- জিএমপির সাবেক কমিশনার নাজমুল করিম খান বরখাস্ত
- আসুন সবাই মিলে বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক দেশে পরিণত করি : মঈন খান
- দশম গ্রেডসহ তিন দাবি, তৃতীয় দিনের মতো শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান
- ভদ্ররা চুপ থাকে, অভদ্ররা ভাবে জবাব দিতে পারে না : প্রভা
- পদ্মার চরে ‘অপারেশন ফার্স্ট লাইট’, গ্রেপ্তার ৬৭
- কম্পিউটার চালু হতে সময় লাগে, এই সময়ের বেতন দাবিতে কর্মীদের মামলা
- বসুন্ধরা আবাসিকে ‘হেরিটেজ সুইটস’-এর তৃতীয় শাখা উদ্বোধন
- এমপি হলেও আছি, না হলেও আপনাদের পাশে আছি : শামীম
- অস্ট্রেলিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- রাজধানীতে আওয়ামী লীগের আরও ৩৪ নেতাকর্মী গ্রেফতার
- সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
- নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে : মির্জা ফখরুল
বরিশালে উজ্জীবিত আওয়ামী লীগ
১৮ মার্চ আসছেন প্রধানমন্ত্রী, ঘোষণা আসতে পারে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
রাহাত খান, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর