শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঢাবিতে ছাত্র অধিকারের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, আহত ২০

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা। এতে সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিবসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল সকালে টিএসসির ডাস, রাজু ভাস্কর্যের সামনে এবং পরে কেন্দ্রীয় মসজিদের সামনে দফায় দফায় এ হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের প্রায় দেড় শতাধিক নেতা-কর্মী এতে অংশ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় টিএসসিতে ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বঘোষিত কর্মসূচি ছিল। তবে ছাত্রলীগ নেতা-কর্মীরা আগে থেকেই সেখানে অবস্থান নেয়। ছাত্র অধিকারের নেতা-কর্মীরা স্লোগান দিয়ে টিএসসিতে আসলেই পাল্টা স্লোগান দেওয়া শুরু করে ছাত্রলীগ। এভাবে ১০-১৫ মিনিট চলার পর ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা স্থান ত্যাগ করতে চাইলে ডাসের সামনে এবং মিলন চত্বরে তাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। কেন্দ্রীয় মসজিদের সামনেও হামলা চালানো হয়। গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, ‘পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিএসসিতে যাওয়ার সময় কেন্দ্রীয় মসজিদের সামনে ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ হামলা ও মারধর করেছে।’ তিনি বলেন, ‘ছাত্র অধিকার পরিষদের ওপর দুই দফায় হামলা করেছে ছাত্রলীগ। প্রথমে রাজু ভাস্কর্যের সামনে পরে কেন্দ্রীয় মসজিদের সামনে।’ হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, বৃহস্পতিবার রাতের বিপিএলের ফাইনাল ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ে শিক্ষার্থীদের একটি মিছিলে ছাত্র অধিকারের নেতা-কর্মীরা ‘খেলা হারাম’ দাবি করে হামলা চালায়। শিক্ষার্থীরাও পাল্টা প্রতিরোধ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর