বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

স্মার্ট বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা : মির্জা আজম

জামালপুর প্রতিনিধি

স্মার্ট বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা : মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, একুশের চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নযাত্রা শুরু হয়েছে, যা আগামী ২০৪১ সালের মধ্যে বাস্তবে রূপ নেবে। আর এই স্বপ্নযাত্রার রূপকার হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রাকে বাস্তবে রূপ দিতে আবারও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। গতকাল সন্ধ্যায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে মির্জা আজম এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা নিজের ভাষার জন্য আন্দোলন করেছি, বুকের রক্ত ঝরিয়েছি। আর এই ভাষা আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের স্বপ্নযাত্রা শুরু হয়েছিল। যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাস্তবায়ন হয়েছে।

জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি মাছুম রেজা রহিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

সর্বশেষ খবর