শিরোনাম
শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জাবির ষষ্ঠ সমাবর্তন আজ

জাবি প্রতিনিধি

‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে, দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো।’ সুরে সুরে আজ এ গান গাইতেই পারেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। অবশেষে শেষ হলো দীর্ঘ আট বছরের অপেক্ষার প্রহর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন আজ। সমাবর্তনকে ঘিরে আনন্দ উৎসব বইছে বিশ্ববিদ্যালয়টিতে। কালো গাউন, কালো হ্যাট পরা গ্র্যাজুয়েটরা আজ রেখে যাবে মুখরিত জীবনের স্মৃতিচিহ্ন। সর্বশেষ ২০১৫ সালে অনুষ্ঠিত পঞ্চম সমাবর্তনের পর সাতটি ব্যাচ থেকে মোট ৩২ হাজার শিক্ষার্থী গ্র্যাজুয়েট হয়েছেন। কিন্তু রেজিস্ট্রেশন জটিলতার কারণে অংশ নিচ্ছেন মাত্র ১৫ হাজার ২১৯ জন গ্র্যাজুয়েট। প্রসঙ্গত, আজকের সমাবর্তন জাবির ইতিহাসে সর্ববৃহৎ সমাবর্তন। তিনটি ভিন্ন ক্যাটাগরিতে ১৬ শিক্ষার্থীকেও দেওয়া হবে স্বর্ণপদক।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর