শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আরসার ছয় সদস্য গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’-আরসার ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব। উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা শিবিরের ই-ব্লকে বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের ঊর্ধ্বতন সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী গতকাল সন্ধ্যায় এক প্রেস রিলিজে এ তথ্য জানান।  আটককৃতরা হলেন- মোহাম্মদ আরব (২৪), মোহাম্মদ নূরু (৩১), মোহাম্মদ ইউনুছ (৩৩), মোহাম্মদ হারুন (২৮), মো. মীর কাশিম ওরফে হামিদ হোসেন (২২) ও হাফিজুল আমীন (২৫)। আবু সালাম চৌধুরী জানান, আটকদের দেহ তল্লাশি করে দেশে তৈরি একটি বন্দুক ও দুটি গুলি পাওয়া যায়। আটকদের প্রাথমিক স্বীকারোক্তির বরাতে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অবৈধ সুবিধা আদায়ের জন্য তারা ময়নারঘোনা ক্যাম্পে অবস্থান করছিলেন। তারা আরসার সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর